বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ ২০:৪৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৬ বার।

শুক্রবার সকালে বগুড়া আইন কলেজ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার শ্রমিক যোগাযোগ পক্ষ পালন ও শ্রমিক দিবস উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান শহর সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, লুৎফর রহমান, শাহিনুর আলম, আব্দুল কাদের রানা, রবিউল ইসলাম রাজ, মোর্শেদুল ইসলাম সুইট, আব্দুল হাই সিদ্দিকী, জামিল মাহমুদ, নুর আলম প্রমূখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কুরআনের মধ্যেই শ্রমিকের কল্যাণ নিহিত আছে। তিনি কুরআন হাদিসের আলোকে জীবন গড়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।