এখনি মাটিতে লুটে পরতে পারি তাই মানুষের বাহাদুরি করার কিছুই নাই--মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ ২০:৪৬ ।
বগুড়ার খবর
আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। আবার এখনি মাটিতে লুটে পরতে পারি। তাই মানুষের বাহাদুরি করার কিছুই নাই। আমরা সকল ধর্ম বর্ণের মানুষ এক সাথে চলতে চাই। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল নিজ গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের হরিবাসর অনুষ্ঠানে এসব কথা বলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
বুড়ইল পশ্চিম পাড়া হরিবাসর কমিটির সভাপতি রমানাথ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় উপজেলা বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন