বগুড়ায় জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫ ২০:৩৬ ।
বগুড়ার খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামী লাহিড়ীপাড়া ইউনিয়নের যুব বিভাগের ফুটবল টুর্ণামেন্ট সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে এবং প্রভাষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় শুক্রবার বুজরুক মাঝিড়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া শহর জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামাতের প্রচার মিডিয়া ও আইসিটি সম্পাদক মো: ইকবাল হোসেন। আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাকিরুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাওলানা একরামুল হক, মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন