গুঞ্জনের মধ্যেই অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি
পুণ্ড্রকথা ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটের পাট আগেই চুকিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এখন শুধু আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ৪৩ বছর বয়সি ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক ব্যাট হাতে মোটেই ছন্দে নেই। তাই আইপিএল থেকে ধোনির অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
অবসরের গুঞ্জনের মধ্যেই কনটেন্ট ক্রিয়েটর রাজ শামানির পডকাস্টে হাজির হয়েছিলেন ধোনি। সেখানে অবধারিতভাবেই এসেছে তার অবসর গুঞ্জনের প্রসঙ্গ। অবসর নিয়ে নিজের সিদ্ধান্তের কথা অকপটে জানিয়ে দিয়ে ধোনি বলেন, ‘এখনই অবসর নিয়ে ভাবছি না। এখনও তো আইপিএল খেলছি। বিষয়টা খুব সাধারণভাবে নিচ্ছি।’
‘আমি তো এখন শুধু আইপিএলেই খেলি। এখন বয়স ৪৩, ২০২৫ আইপিএল শেষ হতে হতে ৪৪ হয়ে যাবে। তারপর হাতে ১০ মাস থাকবে সিদ্ধান্ত নেয়ার জন্য। খেলব কি না, ছাড়ব কি না—সেটা শরীর ঠিক করে দেবে, আমি না। সব মিলিয়ে এখনও একটা বছর সময় আছে’-যোগ করেন ভারতের ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।
ধোনির এই বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, যতদিন শরীর সায় দেবে ততদিন আইপিএল খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর তিনি।