ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বগুড়ায় এনসিপি'র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ ২৩:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১ বার।

গাজায় ইসরাইলি আগ্রাসন ও ভারতের সংসদে ওয়াকফ সংশোধন বিল পাশের প্রতিবাদে সোমবার বিকালে বগুড়া শহরে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি’র বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি'র সভাপতিত্বে ও আহমেদ সাব্বিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী।

মিছিলটি সাতমাথা মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে নবাববাড়ি রোড, কাঁঠালতলা, থানা মোড় ঘুরে আবারও সাতমাথায় এসে শেষ হয়।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জনাব সাকিব মাহদী বলেন, অত্যাচার করে কেউ কখনো টিকে  থাকতে পারেনি। ইসরাইলও এভাবে গণহত্যা করে টিকে থাকতে পারবে না। দ্বি-রাষ্ট্র ভিত্তি সমাধান ছাড়া ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। 

তিনি আরও বলেন, ভারতের ওয়াকফ বিল সংশোধনের  যে চেস্টা হচ্ছে তার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। বিলটি এখনও প্রেসিডেন্টের হাতে রয়েছে। তিনি চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন।

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহিত তাকি বলেন, বাংলাদেশের মানুষ প্রতিবাদী। এদেশের মানুষ গণহত্যাকারী, ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে তা প্রমাণ করেছে। ইসরাইলী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারী রাখার আহবান জানান তিনি। ১৮ কোটি মানুষের বাজার রয়েছে এখানে। ইসরাইলী পণ্য বর্জনের মাধ্যমে তারা প্রতিবাদ অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় লিগ্যান উইং এর সদস্য এডভোকেট মেহেদুল হাসান স্বপন, শ্রমিক উইং এর সদস্য ডাঃ আব্দুল্লাহ আল সানী, জেলা সংগঠক  
এডভোকেট ইজাজা আল ওয়াসী জ্বীম, শওকত ইমরান, মাহমুদুল হাসান, শাহরিয়ার জুহিন, মতিউর রহমান পিটু, পৃথিবী মল্লিক, মিশু, জোবায়ের, শামিম, নূর বিন নিজাম, রাব্বি মন্ডল, আজিম উদ্দিন, মোস্তফা রাব্বি, রাদ, রাশেদ সাদাত, হিমু, জাহাঙ্গীর প্রমূখ।