মেরিন স্পোর্টস একাডেমির উদ্বোধনে ক্যাপ্টেন সোহেল

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ ২০:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে মেরিন স্পোর্টস একাডেমির নবযাত্রা শুরু হয়েছে। তারুণ্যের সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ উদ্যোগ নিয়েছেন মেরিন ক্যাপ্টেন সারোয়ার হোসেন সোহেল। 

 

গতকাল মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর বাজারে ক্রীড়া সংগঠনের অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আসাদুজ্জামান মিস্টার ও আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মেরিন ক্যাপ্টেন সারোয়ার হোসেন সোহেল। 

 

তিনি উপজেলার প্রথম ম্যাজিস্ট্রেট, প্রথম উপ-সচিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেনের ছেলে এবং ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা। ক্যাপ্টেন সোহেল তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আজীবন কাজ করতে চাই। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বণিক সমিতির নেতা মাহবুবর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সুলতান মাহমুদ, মেহেদী হাসান, স্থানীয় সমাজ সেবক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

মেরিন স্পোর্টস একাডেমির ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনার পরই বাজারজুড়ে মিষ্টি বিতরণ করা হয়।