বগুড়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

শেরপুর(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ ১৯:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩০১ বার।

বগুড়ার শেরপুরের রহিমা নওশের আলী অনার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভবানীপুর ইউনিয়ন এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আব্দুল মজিদ এর নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।

গতকাল বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় উপজেলার ছোনকা রহিমা নওশের আলী কলেজের সামনের রাস্তায় প্রায় সহস্রাধীক মানুষের উপস্থিতিতে একটি মানববন্ধন করেছে স্থানীয়রা।


মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর পক্ষে আমজাদ হোসেন  বলেন, শহিদুল ইসলাম বাবলু এই কলেজের শুরু থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি কলেজের এমপিও সহ রাস্তা, বিল্ডিং, বিদ্যুৎ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছেন। তিনি বিভিন্ন রকমের অনুদান দিয়েছেন। কিছুদিন পূর্বে শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে দুর্ণীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অধ্যক্ষ তার দূর্ণীতির তদন্ত থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো মিটিং না করে গোপনে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের সভাপতিকে অপসারণ করে অন্য একজনকে সভাপতি করে নিয়ে এসেছেন। একজন সন্মাণীত মানুষের এমন অপমান সহ্য করব না। অনতিবিলম্বে আওয়ামীলীগের প্রেতাত্বা ও দোসর অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানকে কলেজ থেকে বহিস্কার করতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল উপজেলা বিএনপির সহ-সভাপতি এস আব্দুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, উপজেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল খালেক, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির বিপ্লব, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা, সিনিয়ন যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি বেল্লাল হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আহসান আরমান, ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, ভবানীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মারুফ খান সহ স্থানীয় এলাকাবাসী, সমাজসেবক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।