ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। মঙ্গলবার দুপুর ১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাতমাথা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম আর পলাশ। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ বিএনপির শীর্ষ নেতারা।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি একাত্মতা প্রকাশ করে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় ‘আল্লাহু আকবার’ ও ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।