বগুড়ায় অনিবন্ধিত শিশু খাদ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:১৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪১ বার।

বগুড়ায় অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের দায়ে সুরমা ফুডস অ্যান্ড বেভারেজকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার দুপুরে গাবতলীর বালিয়াদিঘী জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অনিবন্ধিতভাবে এবং মিথ্যা ঘোষণায় এডিবল জেল ও কৃত্রিম ফ্লেভারযুক্ত ড্রিংকস জাতীয় শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(খ) ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

 

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং নিরাপদ খাদ্য পরিদর্শক শাহ আলী উপস্থিত ছিলেন। অভিযানকালীন সময় নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি চৌকস দল।

 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।