নন্দীগ্রামে পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫ ২২:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৪ বার।

 বগুড়ার নন্দীগ্রামে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে বোতলজাত ঠান্ডা পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল ) বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কাজী ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অপেক্ষারত অভিভাবকের হাতে বোতলজাত ঠান্ডা পানি ও খাওয়ার স্যালাইন তুলে দেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখার সভাপতি ফিরোজ আহম্মেদ সাকিল।

 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: আফিফ হাসান, কলেজ ছাত্রদল নেতা রাব্বি, রাসেদুল, পলাশ, জিহাদ, মারুফমহু মূকীসহ অন্য নেতাকর্মীরা।

 

এ বিষয় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ শাখার সভাপতি ফিরোজ আহম্মেদ সাকিল বলেন, পরীক্ষার্থীরা যখন হলে পরীক্ষা দেন, তখন তিন ঘণ্টা কেন্দ্রের সামনে অপেক্ষায় থাকেন তাদের অভিভাবকরা। তীব্র এ গরমে অভিভাবকদের স্বস্তির কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রদলের নিদের্শনায় ও বগুড়ার-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ্ব মোশারফ হোসেনের সহযোগিতায় এই বোতলজাত ঠান্ডা পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেছি।