বগুড়ায় ওয়ালটন ফ্রিজে মিলছে লাখ টাকার ক্যাশ ভাউচার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ ১৩:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২১ বার।

দেশজুড়ে ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ ব্যাপক সাড়া ফেলেছে। যেকোনো পরিবেশক শোরুম এবং ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ উপহার। 

 

মঙ্গলবার বগুড়ার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্রেতাদের হাতে ক্যাশ ভাউচার বুঝিয়ে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ফ্রিজ কিনে ১ লাখ টাকা করে ক্যাশ ভাউচার জিতেছেন উত্তরাঞ্চ‌লের পাঁচজন ক্রেতা। 

 

তারা হলেন- কু‌ড়িগ্রামের উলিপুর উপ‌জেলা মিয়াপাড়ার আশিকু‌র রহমান, সিরাজগঞ্জের তাড়াশ উপ‌জেলার দোবিলা গ্রা‌মের আমজাদ হোসেন, নাটো‌রের বড়াইগ্রাম উপ‌জেলার বনপাড়ার মেহেরা বেগম। এছাড়া রাজশাহীর চারঘা‌টের মোস্তফা ইলেকট্রনিক্স থে‌কে তৌ‌হিদা খাতুন এবং জয়পুরহা‌টের আক্কেলপুর উপ‌জেলার আপন এন্টারপ্রাইজ থে‌কে ওয়ালট‌ন ফ্রিজ কি‌নে মিলেছে লাখ টাকা পুরষ্কার। ক্যাশ ভাউচারে পাওয়া এই ১ লাখ টাকায় তারা ওয়ালটনের যেকোন পণ্য কিনতে পারবেন। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজালাল হোসেন লিমন, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মনিরুল হক মনা, চিফ ডিভিশনাল অফিসার জাহিদুল ইসলাম, কাজী আরিফ হোসেন, ওয়াহিদুল ইসলাম, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওবায়দুর রহমান, শাকিল হোসেন ও আবু নাসের প্রধান।

 

ক‌্যাশ ভাউচার বিতর‌ণকালে চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন পণ্য কিনলে ক্রেতারা দশ লাখ টাকা পর্যন্ত পাবেন। প্রায় ৪৫ জনের বেশি গ্রাহককে এই টাকা হ্যান্ডওভার করেছি। আমি চাই, দেশের মানুষ যেন সঠিক পণ্য পায়।