বগুড়ায় পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ ০৯:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪২৬ বার।

বগুড়া জেলার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় উপজেলার বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ পেঁচুল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

 

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে উপজেলা পরিষদের গেটের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম  বলেন, জাকির হোসেনকে গ্রেপ্তারের পর আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।