বগুড়ায় কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
ছয় দফা দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছেন বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ২টায় ইন্সটিটিউট চত্বর থেকে শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কলোনী এলাকা প্রদক্ষিণ শেষে ইন্সটিটিউটের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি তুলে ধরে দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পলিটেকনিকের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। তারা বলেন, "আজকের সংলাপ আমরা প্রত্যাখ্যান করেছি। কোয়ার্টারে অবস্থানরত ক্রাফট ইন্সট্রাক্টরদের ২৪ ঘণ্টার মধ্যে কোয়ার্টার ছাড়ার আল্টিমেটাম দেওয়া হলো। যেহেতু এটি আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন, তাই অনির্দিষ্টকালের জন্য মূল ফটকে তালা দিয়েছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে।"
এই আন্দোলনের অংশ হিসেবে এর আগেও বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা শহরের বনানী মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এতে বগুড়া সরকারি পলিটেকনিকসহ শহরের পাঁচটি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
এছাড়াও, বুধবার সন্ধ্যায় ঢাকা ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ এনে বগুড়া পলিটেকনিক ক্যাম্পাসে মশাল মিছিল করেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিলও একই দাবিতে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—হাইকোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আলাদা ‘কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।