বগুড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ ১৯:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৫৪ বার।

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় ৬জন আসামী কে গ্রেফতার করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেন (২২) একই গ্রামের রুহুল আমিন (২০), মির্জাপুর গ্রামের নয়ন হোসেন (৩০), বুড়ইল ইউনিয়নের চরামপুর গ্রামের ইফসুফ আলী (৩৫), জেলার শেরপুর উপজেলার উচলবাড়িয়া গ্রামের এনামুল হক (২৪) ও শেরপুর সেন পাড়ার জিয়াউর রহমান (৩৫) ।

 

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতভর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুুলিশ। গ্রেফতারকৃতদের মধ্য চার জন আদালতের ওয়ারেন্টভুক্ত এবং বাকি দু’জনকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয়।

 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু মুসা সরকার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।