বিরামপুর থেকে অপহৃত স্কুলছাত্রী ২৫ দিন পর বগুড়ায় উদ্ধার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ ১৮:৪৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০৯ বার।

বিরামপুর উপজেলার থেকে অপহৃত স্কুলছাত্রীকে ২৫ দিন পর বগুড়া থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের পর দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাজিদুল ইসলাম বলেন, উপজেলার টেগরা গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদুজ্জামানসহ পাঁচজন মিলে গত ২৪ মার্চ নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। অনুসন্ধানের পর আজ ভোরে অপহৃত ছাত্রীকে বগুড়া থেকে উদ্ধার করে পুলিশ।

 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, উদ্ধার হওয়া কিশোরীকে আজ দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।