দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ
পুণ্ড্রকথা ডেস্ক
তিন ল্যান্ডের টানা ৩ জয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়ার দোরগোড়ায় পৌঁছেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু চতুর্থ ম্যাচে ছন্দপতন ঘটে। দারুণ শুরুর পরও মাঝের ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে বসে বাংলাদেশ। ফলে বিশ্বকাপ স্বপ্ন কিছুটা ধাক্কা খেয়েছে। তবে সুযোগ বাংলাদেশের এখনও যথেষ্টই আছে।
শনিবার (১৯ এপ্রিল) গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। মাত্র ২১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ (শনিবার) পাকিস্তানকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপ নিশ্চিত করবে বাংলাদেশ। কিন্তু থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা ৩ জয় পেলেও লাহোরে স্বাগতিকদের বিপক্ষে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। তবে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে কক্ষপথে ফেরাতে লড়াই করছেন দুর্দান্ত ফর্মে থাকা শারমিন আক্তার। তার সঙ্গী আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক রিতুমনি।
ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থতায় এদিন বাংলাদেশ তৃতীয় পরিবর্তন এনেছে। ওপেনিংয়ে ফারজানা হকের সঙ্গী হয়েছেন দিলারা আক্তার। তাতেও পরিবর্তন আসেনি। তৃতীয় ওভারে ফাতিমা সানার বলে আউট হন ফারজানা। বাংলাদেশের স্কোর তখন ১০ রান। ৭ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি।
আরেক ওপেনার দিলারা ভালো শুরু করলেও টিকতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে সাদিয়া ইকবালের বলে বোল্ড হয়েছেন দিলারা। বাংলাদেশের স্কোর তখন ১৯ রান।
প্রথম তিন ম্যাচে রানের বন্যা বইয়ে দেয়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন। দলীয় ২১ রানের সময় ফাতিমা সানার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৬ বলে ১ রান করেছেন টাইগ্রেস অধিনায়ক।
এই মুহূর্তে বাংলাদেশের নিট রানরেট ১.০৩৩, আর ওয়েস্ট ইন্ডিজের -০.২৮৩। অর্থাৎ রানরেটে সুবিধাজনক অবস্থানে টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে যদি হারের ব্যবধান ছোট হয় আর ওয়েস্ট ইন্ডিজও থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় না পায়, তাহলে চূড়ান্ত পর্বে বাংলাদেশই যাবে।