মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া শহর কমিটির পরিচিতি সভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ ২২:৩৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া শহর কমিটির পরিচিতি সভা  শনিবার বিকেলে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের শহর কমিটির আহবায়ক রফিকুল ইসলাম (রফিক) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা। শহর কমিটির সদস্য সচিব নাজমুছ সাদাত (মামুন) এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফী (নিপন)। বিশেষ আলোচক ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আবুল কাশেম, জিয়াবুল ইসলাম জিয়া, সানাউল হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, শ্রী নিরেশ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান কোমল, এ্যাডঃ একেএম আব্দুল মোমিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব-১, জামিরুল ইসলাম, আহসান হাবিব-২, মোস্তাবুবল মোর্শেদ, জেলার নেতা জিন্নাতুল ইসলাম, রাসেল মল্লিক, শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন (রেজওয়ান), আব্দুল ‎হান্নান, আব্দুল্লাহেল কাফি, আরমান হোসেন, মাহফুজ হাসান মানু, মনিরুল ইসলাম মনি, রেজাউল সরকার রেজা, দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মাহবুবুর করিম তালুকদার, সোনাতলার সভাপতি হেলাল উদ্দিন, সারিয়াকান্দির সাধারণ সম্পাদক লাল মাহমুদ লাল, শহর কমিটির সদস্য খায়রুল ইসলাম, আরিফ হোসেন, রুবেল সরকার, কামরুল ইসলাম, সামছুন্নাহার শিখা, সাবিনা বেগম, মহিদুল ইসলাম, জামাল হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথি আব্দুল আজিজ হিরা বলেন, তৃনমুল পর্যায় থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগনের সুখে-দুখে পাশে দাঁড়াতে হবে।