আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫ ১৮:৩২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৫ বার।

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। 

মঙ্গলবার দুপুর ১২টায় শহরের কেন্দ্রীয় সাতমাথা মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সংগঠনের জেলা আহ্বায়ক প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে "গণতন্ত্রবিরোধী ও মানবতাবিরোধী" আখ্যা দিয়ে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

মিছিলটি পুলিশ প্লাজা, নবাববাড়ি রোড, থানা মোড় ঘুরে পুনরায় সাতমাথা মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাস্টিস ফর জুলাই-এর সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী, গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক প্রার্থী মোস্তফা রাব্বি, যুগ্ম সদস্য সচিব প্রার্থী আজমির হাসান, শহর কমিটির আহ্বায়ক প্রার্থী শাহরিয়ার হোসেন পল্লবসহ বগুড়া বিয়াম মডেল স্কুল ও বগুড়া প্রি-ক্যাডেট হাইস্কুলের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ গণতান্ত্রিক নয়, বরং একটি ফ্যাসিস্ট দল। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির বিচার হওয়া জরুরি।”

তারা আরও বলেন, “১৫ দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে আমরা রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

বিক্ষোভকারীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।