জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে বিএনপি - অ্যাড.ওহাব
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড: আব্দুল ওহাব বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সময় তাদের দলের নেতাকর্মীরা উপজেলা বসে মানুষকে যেভাবে হয়রানি করে অর্থ কামাই করেছে বিত্ত বৈভবের মালিক হয়েছে মানুষের সকল প্রকার সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছে কিন্তু শিবগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীরা তা করতে চাই না। এজন্য আমরা দলের সঙ্গে জনগণের সম্পৃক্ত বাড়াতে কাজ করছি। উপজেলা বসে না থেকে গ্রামে গঞ্জে বন্দরে সভা সমাবেশের আয়োজন করে চলেছি।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে মাঝিহট্ট ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা আজিজার রহমান, আকবর আলী তালুকদার, ছাইফুল ইসলাম, আব্দুর রহিম ধলু, ছানাউল ইসলাম, যুবদল নেতা আব্দুল্লাহ জোবায়ের, মাহাদী হাসান তমাল, আবু হাসান, এনামূল হক, সেলিম মিয়া, গোলাম রব্বাণী, রনি মিয়া স্বেচছাসেবক দল নেতা মাছুদ রানা, রায়হানুল হক রনি আবু সর্দার, পারভেজ আহম্মেদ আরিফুর রহমান, ছাত্রদল নেতা বিপুল রহমান প্রমুখ।