বগুড়ার আদর্শ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫ ১৯:১১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের বাদুরতলা আদর্শ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুলের সভাপতি আকসুর সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম মো: মাসুদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন দারুস সুফফা ট্রাস্টের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন, মুরইল ইসলামিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সাবেক প্রধান শিক্ষক এ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক প্রধান শিক্ষক আনছার আলী প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাওলানা মমতাজ উদ্দিন, ক্রীড়া শিক্ষক আব্দুল মান্নান, মর্জিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি খেলাধুলার পাশাপাশি সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতির কল্যাণ করার জন্য সকলের শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।