নওগাঁয় ‘রূপশ্রী অপেরা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় গবেষক মোস্তফা আল মেহমুদ রাসেলের রচিত ‘রূপশ্রী অপেরা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের প্যারিমোহন লাইব্রেরী গ্রন্থাগার মিলনায়তন এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী।
অনুষ্ঠানে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, বদলগাছি সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রবিউর রফিক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম,আবৃতি পরিষদের সভাপতি ডাঃ মইনুল হক দুলদুল, সহ অন্যান্যরা।
মোড়ক উন্মোচন ও প্রীতি সম্মিলনে বিভিন্ন উপজেলা থেকে যাত্রা শিল্পীরা অংশ নেয়।
এই গ্রন্থের লেখক মোস্তফা আল মেহমুদ রাসেল জানান, এক সময় বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাশিল্প। কালের পরিক্রমাই যা এখন বিলুপ্ত প্রায়।
এই গবেষণা গ্রন্থ মধ্য দিয়ে যাত্রাশিল্পের নতুন পথচলা সম্ভাবনা রয়েছে।