নওগাঁয় সাত দিনব্যাপী অটো চালকলের বয়লার প্রশিক্ষণ শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:৩৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় ক্ষুদ্র ও মাঝাড়ি শিল্প ফাউন্ডেশন এসএমই এর আয়োজনে ৭ দিন ব্যাপী বয়লার পরিচালনা, রক্ষণাবেক্ষন ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে নওগাঁ জেলা অটোমেটিক রাইসমিল মালিক সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ। 


প্রশিক্ষণে জেলার ৪০ জন বয়লার অপারেটর অংশ নিয়েছেন। এসময় জানানো হয়, অটোমেটিক চালকলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে বয়লারই হচ্ছে প্রধান চালিকা শক্তি। তাই শিল্পের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করতে বয়লার পরিচালনায় অধিক গুরুত্ব দিতে হবে। এসএমই ফাউন্ডেশন চালকলের বয়লার অপারেটরদের দক্ষতা বৃদ্ধির লক্ষে দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষনের আয়োজন করে আসছে। অংশগ্রহনকারীদেরকে বয়লার পরিচালনার প্রযুক্তিগত তাত্ত্বিক ও ব্যবহারিক নিরাপদ কৌশল শেখানো হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা অটোমেটিক রাইসমিল মালিক সমিতির সভাপতি মো: খলিলুর রহমান। এসময় সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু,  এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ খালেদুজ্জামান,  বয়লার পরিদর্শক প্রকৌশলী রিজভি আহমেদ ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।