নওগাঁর ধামইরহাটে এক ছাগল ব্যবসায়ীকে হত্যা করে টাকা লুট
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উজ্জল হোসেন (৩০) নামে এক ছাগল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে নগদ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উজ্জল স্থানীয় বংশীবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছাগলব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জল হোসেন রাত সাড়ে ১০টার দিকে পাশের জয়পুরহাট জেলার বড়থা বাজারে ছাগল বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় শিমুলতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তা নিকট থেকে ছাগল বিক্রির টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শাকিলা বেগম বলেন, প্রতিদিনের মতো উজ্জল হোসেন বড়থা বাজারে ছাগল বিক্রি করে নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে খবর পাই তাকে কুপিয়ে আহত করা হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি, তিনি আর বেঁচে নেই।
তিনি স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করি। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর নামে দুইজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।