বগুড়ায় যুবককে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫ ২৩:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫৪৪ বার।

বগুড়ার গাবতলী উপজেলার পাঁচমাইল বাজার এলাকায় এক যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। আহত যুবকের নাম নিবির মিয়া (১৮)। তিনি গাবতলীর গাড়ীদহ এলাকার নূরুল হকের ছেলে।

 

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে পাঁচমাইল বাজার এলাকায় মোটরসাইকেলযোগে আসা ৩-৪ জন যুবক হঠাৎ করে তার ওপর হামলা চালায়। তারা উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত সরে পড়ে।

 

আহতের মামা রাসেল জানান, স্থানীয় এক যুবককে মারধরের সময় নিবির বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে।

 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই লালন জানান, আহত নিবির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।