বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ ১৭:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫৫৭ বার।

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহা (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার রাতে উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে তোহাকে গ্রেপ্তার করা হয়।

 

আদমদীঘি থানার মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দলবদ্ধ হয়ে ককটেল, পেট্রল সাবল, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটান। পরে অফিসের দরজা, জানালা, চেয়ার, আলমারি, ফ্যানসহ আসবাবপত্র এবং শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নাশকতার মামলা করা হয়।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, তোহাবিন আলম তোহাকে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।