নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, পরিবারের মুখে হাসি ফোটালো পিবিআই বগুড়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ ২২:১৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া সদর থানায় দায়ের করা নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরির (জিডি নং-১১৪৩, তারিখ: ১৬/০৪/২০২৫) সূত্র ধরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পিবিআই বগুড়া। 

 

মেয়েটির মা মোছা: লায়লা খাতুন ২২ এপ্রিল পিবিআই বগুড়া জেলার সহায়তা চান। পিবিআই বগুড়া জেলার পুলিশ সুপার  শাহ মমতাজুল ইসলামের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এসআই হুমায়ুন কবির, এসআই রেজায়ে রাব্বি, এএসআই নাজমুল হক ও নারী কনস্টেবল স্বপ্নাসহ একটি উদ্ধারকারী দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান নিশ্চিত করে।

 

পরে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন মাহমুদপুর বালুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে তার বান্ধবী মোছা: শান্তনার কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে ভিকটিমকে তার মায়ের জিম্মায় প্রদান করা হয়।

 

ভিকটিমের পরিবার মেয়েকে ফিরে পেয়ে পিবিআই বগুড়া জেলার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।