বগুড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় শহর ছাত্রলীগের সহ- সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ মে ২০২৫ ১৮:৪৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৭০৬ বার।

বগুড়ায় দুই সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় শহর ছাত্রলীগের সহ-  সভাপতি আবির হাসান বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

 

গ্রেপ্তার আবির শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। 

 

পুলিশের এই কর্মকর্তা জানান , গত ৬ এপ্রিল বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় ফ্রেস জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম ও বগুড়া লাইভ-এর সাংবাদিক আসাফুদৌলা নিয়নকে মারধর করা হয়। এ ঘটনায় সদর ও শাজাহানপুর থানায় দুটি মামলা দায়ের হয়। একটির ধারাগুলোর মধ্যে রয়েছে ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, আরেকটি অস্ত্র আইনের অধীনে দায়ের করা হয়। 

 

 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবিরকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে আবির পলাতক ছিলেন। শনিবার তাকে অস্ত্র মামলায় আদালতে পাঠানো হয়।