নন্দীগ্রামে প্রাথমিক শিক্ষা পদক উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৫ ১৯:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮ বার।

 'মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ মে) উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা শিক্ষা অফিসার এসএম সারওয়ার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. লায়লা আঞ্জুমান বানু। 

 

এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ইউআরসির ইন্সট্রাক্টর সামছুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, নার্গিস পারভিন, আশরাফ আলী ও মহেশ চন্দ্র, প্রধান শিক্ষক আলী আজম, সিদ্দিকুর রহমান, আবু বক্কর সিদ্দিক ও নাঈমা সরকার প্রমুখ।

 

এ উপলক্ষে নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমকি বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।