রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৫ ১৯:৪৮ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

দুই যুগ আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) এ রায় দিয়েছেন হাইকোর্ট। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন-তাজ উদ্দিন ও জুয়েল।


আদালতের রায়ে দুই জনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন এবং নয়জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন থেকে কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একজনের ফাঁসি এবং দুজন ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তাদের বিষয়টি রায় ঘোষণায় আসেনি।

এর আগে গত ৮ মে এ মামলার আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর পরবর্তী রায় ঘোষণার জন্য আজকের দিন রেখেছেন হাইকোর্ট।

কারাগারে থাকা দণ্ডিত আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত বছরের ৮ ডিসেম্বর হাইকোর্টের ওই বেঞ্চের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এরপর গত ৩০ এপ্রিল বিষয়টি আদেশের জন্য আদালতের কার্যতালিকায় ওঠে। সেদিন আদালত রায়ের জন্য ৮ মে দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় ৮ মে আংশিক এবং আজ ১৩ মে বাকি রায় ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান এক জন।