বগুড়ায় ইউনিয়ন পরিষদের চত্ত্বর থেকে চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ মে ২০২৫ ১৮:৩৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ২৯০ বার।

বগুড়ার শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার চেয়ারম্যানের নাম আব্দুল্লাহ আল ফারুক।। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সদস্যও।

 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ করিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্র আন্দোলন নিয়ে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।'