বগুড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ মে ২০২৫ ১৬:২১ ।
প্রধান খবর
বগুড়ার সোনাতলা থানার পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা জোড়গাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজা (৪৫) গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সোনাতলার লোহাগাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজা মৃত জসিম উদ্দিনের ছেলে এবং লোহাগাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন