বগুড়ায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ মে ২০২৫ ১৬:৩০ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৭৩ বার।

বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা কাহালু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজির হোসেন (৪১) গ্রেফতার হয়েছেন।

 

বৃহস্পতিবার বিকেল পৌণে ছয়টার দিকে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বোনবোনাই বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ। গ্রেফতারকৃত নাজির হোসেন মৃত আবুল ফজলের ছেলে এবং বোনবোনাই গ্রামের বাসিন্দা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।