বিএনপি ক্ষমতায় গিয়ে চরাঞ্চলের মানুষের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করবে- সাবেক এমপি কাজী রফিক
সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধি
বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, গত সরকারের আমলে দেশের চরাঞ্চলে বসবাসরত মানুষরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে এবং তারা বেশি বঞ্চিত হয়েছে। চরে এখনো কোনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমান সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। তাই বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের রায়ে দেশের রাষ্ট্রক্ষমতায় আসবে। বিএনপি সরকার গঠন করার পর দেশের চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সবচেয়ে বেশি কাজ করবে। তখন চর এবং শহরের মধ্যে কোনও পার্থক্য থাকবে না। আজ রবিবার দুপুরে বগুড়া সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নের লক্ষীকোলা বাজারে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বোহাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এবং বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, এম আর রুবেল, উপজেলা কৃষক দলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু প্রমুখ। উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য সচিব হৃদয় হাসান, যুবনেতা আতিকুর রহমান ঠান্ডু , আলম বাদশা, রেজাউল মেম্বার, মজিদ মন্ডল, জাকিউল ইসলাম বাঁধন, রবিউল ইসলাম প্রমুখ