শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা গ্রেফতার
পুণ্ড্রকথা ডেস্ক
শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর এইচডি কপি ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নড়েচড়ে বসে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল বনানী থানায় মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-নোয়াখালীর টিপু সুলতান (৩৫), ময়মনসিংহের সাদি সাদ এবং সাভারের সাজেদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে টিপুকে গ্রেপ্তার করা হয়। তিনি বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, টিপু সুলতান বেআইনিভাবে ‘তাণ্ডব’ সিনেমার এইচডি সংস্করণ সংগ্রহ করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন। তাকে ঢাকায় এনে বনানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, সাদি সাদকে ময়মনসিংহ এবং সাজেদুল ইসলামকে সাভার থেকে আটক করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, গ্রেপ্তারকৃতদের সঙ্গে কিছু প্রেক্ষাগৃহের সংশ্লিষ্টতা রয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে কীভাবে সিনেমার কপি বাইরে ছড়িয়ে পড়ল এবং এর পেছনে কারা জড়িত।