বগুড়ায় হিলিয়াম রেস্টুরেন্টে বিদ্যুৎস্পৃষ্টে কর্মচারী নিহত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ জুন ২০২৫ ২০:৩০ ।
বগুড়ার খবর
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সোহেল (২০)। তিনি বগুড়া সদর উপজেলার নারুলি গ্রামের মো. শাহিনের ছেলে।
জানা যায়, জলেশ্বরীতলার হিলিয়াম চাইনিজ রেস্টুরেন্টে কিচেনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন সোহেল। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শজিমেক ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) লালন হোসেন।