বগুড়ায় নিকাহ রেজিস্ট্রার ও বাল্য বিবাহ নিরোধে কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ জুন ২০২৫ ২০:৩৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩ বার।

সোমবার বগুড়া জেলা রেজিস্ট্রার কার্যালয়ে নিকাহ রেজিস্ট্রারের দক্ষতা বৃদ্ধি ও বাল্য বিবাহ নিরোধ শীর্ষক দিনব্যাপী কর্মশালা জেলা রেজিস্ট্রার সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা রাখেন  সদর সাব রেজিস্ট্রার অনিমেষ কুমার পাল, শেরপুর সাব রেজিস্ট্রার মিজানুর রহমান, শাজাহানপুর  সাব রেজিস্ট্রার দোস্ত মোহাম্মাদ প্রমুখ। আরো বক্তব্য রাখেন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মুঞ্জুরুল হক, সেক্রেটারী কাজী আবুল কালাম আজাদ, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, কাজী মোনায়েম খান, কাজী জহুরুল ইসলাম। কর্মশালায় ১৫০ জন কাজী অংণগ্রহণ করে।