বগুড়ায় প্রকাশ শৈলীর ২০ বছর পূর্তি উৎসব
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার শিশুদের মনোবিকাশের সাংস্কৃতিক সংগঠন প্রকাশ শৈলীর ২০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালন করা হয়েছে। ২০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
শনিবার বিকালে বগুড়া শহরের তন্ময় কমিউনিটি সেন্টারে ২০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্মৃতি চারণ, শিশুদের নিয়ে কেক কাটা, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সঙ্গীত প্রশিক্ষক ও গীতিকার খোদাদাত খান বাদশা, কুঁড়ি সম্পাদক আব্দুল খালেক, অভিনেতা অলক পাল, শিশুনাট্য নির্মাতা ও সুপিন বর্মন। বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি কবি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ, কবি আমির খসরু সেলিম, কবি আব্দুর রাজ্জাক বকুল, অভিনেতা রবিউল করিম হৃদয়, বাচিক শিল্পী মশিউর, সঙ্গীত প্রশিক্ষক শুক্লা ধর, নির্মল, ঈমামুল হুদা বিপ্লব, চিত্রশিল্পী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এইচ আলিম। আলোচনা শেষে প্রকাশ শৈলীর শিশু শিল্পীদের মাঝে বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশ শৈলীর শিল্পীরা অংশ গ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্মৃতি চারণ ও কেক কেেেট শিশুদের মুখে তুলে দেয়া হয়।