বগুড়ায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ ২৩:৪৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২০০ বার।

সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া এলাকা থেকে আজ বুধবার (২ জুলাই)  আওয়ামীলীগ নেতা ও জোড়গাছা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সদরুল আমিন লিমনকে (৩০) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

 

থানা সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল লতিফ মাস্টারের ছেলে সদরুল আমিন লিমনের বিরুদ্ধে সোনাতলা থানায় ২টি নাশকতার মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, লিমনের বিরুদ্ধে সোনাতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা রয়েছে। সে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।