বগুড়ায় নিজ বাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।
মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দমদমা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন– মো. মিজানুর রহমান মিজান ওরফে মাসুম (৬৩)। তিনি ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তার পিতা মৃত আতিয়ার রহমান।
পুলিশ জানায়, মিজানুর রহমান নন্দীগ্রাম থানায় দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি। মামলাটি ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে নথিভুক্ত হয় (মামলা নং–১০)। এতে পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।