বগুড়া শেরপুরে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ ১৭:২৫ ।
বগুড়ার খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া শেরপুরে পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তি কমসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ জুলাই ২০২৫) দুপুরে শেরপুর শহরের হাজিপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসুচীর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপি সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক এমপি মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, মাফতুন আহম্মেদ খান রুবেল, কেএম মাহবুবার রহমান হারেজ, প্রমুখ।
আরও পড়ুন