বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বগুড়া লেখক চক্রের ফুলেল শুভেচ্ছা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ ১৬:১৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৯ বার।

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এই শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা প্রদানের পূর্বে এক আলোচনা সভা বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া প্রেসক্লাবের সদস্য এ্যাড. পলাশ খন্দকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও নির্বাহী সদস্য মহসিন আলী রাজু। 

 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন, নির্বাহী সদস্য শামীম আহম্মেদ, গোলজার হোসেন মিটু ও হারুন উর রশিদ তালুকদার। 

 

বগুড়া লেখক চক্রের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল রাজজাক বকুল, আমিনুল ইসলাম রনজু, মাহাবুব টুটুল, বেলাল সরকার, শাকিবুল শাকিল, অনন্য রাসেল, বিশ্বজিৎ দাশ, ইনাম আহসান।