৫ জুলাই বগুড়ায় এনসিপির 'জুলাই পদযাত্রা ও পথসভা', আসছেন নাহিদ, সারজিসসহ কেন্দ্রীয় নেতারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ ১৯:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩০ বার।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি।  ৫জুলাই বগুড়াতে জুলাই পদযাত্রা  ও পথসভা কর্মসূচি হবে। এবিষয়ে বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে বিকাল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি কেন্দ্রীয় মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলা শাখা সাকিব মাহাদী।

 

সাকিব মাহাদী তার লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ১লা জুলাই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় শহীদ আবু সাইদ এর কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী "দেশ গড়তে জুলাই পদযাত্রা" কর্মসূচি শুরু করেছে। গত ৫ জুন "আপনার অনুদানে আগামীর বাংলাদেশ" ক্যাম্পেইনে আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রাউডফান্ডিং মডেল সূচনা করি। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আপনার টাকায় এনসিপি চলবে বলে আমরা ঘোষণা দিয়েছিলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গত অল্প কয়েক দিনে দেশ ও বিদেশ থেকে আপনারা আমাদের ওয়েবসাইট ও মোবাইল ব্যাংকিং মাধ্যমে প্রায় ২১ লক্ষ টাকার মতো অনুদান দিয়েছেন। সেই অনুদানে ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশব্যাপি ১লা জুলাই থেকে "দেশ গড়তে জুলাই পদযাত্রা" শুরু করেছে। কর্মসূচিটি চলবে ৩০ জুলাই পর্যন্ত। দেশের ৬৪টি জেলার শহর ও গ্রামের পথে পথে হবে গণসংযোগ, প্রচারাভিযান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে যাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায় যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিল এনসিপি জানতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে আদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী। তারই ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বগুড়া জেলা শাখার আয়োজনে আগামী ৫ জুলাই সকাল ৯ টায় পলিটেকনিক থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা ও সকাল ১০ টায় সাতমাথা মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে।

 

উক্ত পদযাত্রা ও পথসভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক-সামান্তা শারমিন, সদস্য সচিব-আখতার হোসাইন, মৃখা সংগঠক (উত্তরাঞ্চল)- সার্জিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) - হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সমন্বয়ক- নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা প্রমূখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।রাষ্ট্র পুনর্গঠনে বিচারহীনতা, বৈষম্য ও দলীয় দখলদারিত্বের রাজনীতির বিপরীতে জনগণের কাছে দায়বদ্ধতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। এখনই সময় দেশ গড়ার, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার। এখনই সময় বিচার, সংস্কার ও নতুন সংবিধানোর সাবিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার। স্বৈরাচার, খুনি, বর্বর গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতির জাঁতাকলে থেকে দেশের মানুষ কে মুক্তির স্বাদ এনে দিতে ছাত্রজনতার পাশাপাশি আপনাদের ভূমিকাও ছিল অনস্বীকার্য। আগামীতে জুলাই অভ্যুত্থানের গণদাবির আলোকে দেশ গড়তে আপনাদের সবসময় সহযোগী হিসেবে পাশে পারে বলে আমাদের বিশ্বাস।