বগুড়ায় হারিয়ে যাওয়া ৯ বছরের শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে হারিয়ে যাওয়া ৯ বছরের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ।
শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে শিশু মুরাদকে (৯) বগুড়া শহরের চারমাথা এলাকায় একা কান্নারত অবস্থায় দেখতে পান মো. শাহাদাত হোসেন নামের এক যুবক। তিনি শাজাহানপুর উপজেলার সিপি কোম্পানিতে চাকরি করেন। শিশুটির সঙ্গে কথা বলে কোনো সঠিক তথ্য জানতে না পেরে তিনি মানবিক দায়িত্ববোধ থেকে শিশুটিকে নিয়ে শাজাহানপুর থানায় যান।
শিশুটি তখনও কান্না করছিল। থানা পুলিশ ও স্থানীয়দের আন্তরিক প্রচেষ্টায় কিছু সময় পর শিশুটির পরিবারের সন্ধান মেলে। জানা যায়, তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামে। তার পিতার নাম লাভলু।
পরবর্তীতে শাজাহানপুর থানা পুলিশ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। শিশুকে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, "একটু আন্তরিকতা, সহযোগিতা এবং সহমর্মিতা কিছু মুখে হাঁসি ফোটাতে পারে—আজকের ঘটনাই তার প্রমাণ। আমরা খুশি যে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।"