বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ ১৫:৩৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৯০ বার।

বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি  মাহমুদ হাসান রাসেল (৩৫) গ্রেফতার হয়েছেন।

 

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ধুনট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। তিনি ধুনট উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।