বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সভাপতি বাছেদ, সম্পাদক মতিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ ২১:১৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুল বাছেদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুল মতিন মন্ডল নির্বাচিত হয়েছেন।

 

রোববার (৬ জুলাই) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

 

অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এম এ কে ফজলুল হক, যুগ্ন সম্পাদক পদে অ্যাডভোকেট এ বি এম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম ।

 

পরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আইনজীবি ফোরামের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।