ঢাকায় ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নে বগুড়ায় দায়িত্বশীল সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ১৬:৪০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৮ বার।

বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন পিআর পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি জনগণ মানবে না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসতে পারে। দেশে জামায়াতের পক্ষে যে অভুতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি রবিবার বিকেলে শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে এসব কথা বলেন।

শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হেসেন, নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, আওয়ামী বাকশালীরা দেশকে ফ্যাসীবাদী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলো। পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিলো দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে। বাকশালীরা জামায়াতকে তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে কথিত বিচারের নামে প্রহসন মাধ্যমে শীর্ষনেতাদের একের পর হত্যা করে দেশকে রীতিমত বধ্যভূমিতে পরিণত করেছিলো। কিন্তু ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমাদের শহীদ নেতারা অন্যায় ও অসত্যের কাছে মাথানত করেন নি বরং দেশ, জাতি ও ইসলামের কল্যাণে হাসিমুখে শাহাদাতকে বরণ করে নিয়েছেন। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় বারের মত স্বাধীনতা অর্জন করেছি। এ দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী ৭ দফা দাবিকে সামনে রেখে আমরা ঐতিহাসিক জাতীয় সম্মেলন ডাক দিয়েছে জামায়াত। তাই সম্মেলনের দিনে কোন জনশক্তিকে ঘরে বসে থাকার সুযোগ নেই বরং দলমত, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে দাওয়াত দিয়ে সম্মেলনে উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি জাতীয় সম্মেলন সফল করতে ইউনিট দায়িত্বশীল সহ সকল শ্রেণির জনশক্তিকে সর্বশক্তি নিয়োগ করার আহবান জানান।