বগুড়ায় হেরোইন ও প্রাইভেট কারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ১৪:২৩ ।
বগুড়ার খবর
বগুড়ার নন্দীগ্রামে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রনবাঘা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন– বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে শামিম আহম্মেদ সবুজ (২৮), জোকা মোল্লাপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. শিবলু (২৮) এবং বেতগাড়ী লিচুতলা এলাকার শেখ রিয়াজুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮)।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন