কক্সবাজার সৈকতে গোসলে নেমে চবির ৩ শিক্ষার্থী নিখোঁজ, দুইজনের বাড়ি বগুড়ায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ১৪:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২২৯ বার।

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।শিক্ষার্থীরা হলেন— ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অরিত্র হাসান, আসিফ আহমেদ এবং কে এম সাদমান রহমান সাবাব। 

কে এম সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম কে এম আনিছুর রহমান, বাড়ি ঢাকার মিরপুরে। এছাড়া নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের বাড়ি বগুড়ায়। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪ জন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান। সকালে ৩ জন হিমছড়ি বিচে নামেন। এক পর্যায়ে তলিয়ে যান তারা। পরে একজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি ২ জন নিখোঁজ রয়েছেন।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান। তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি, ঘটনাস্থলে যাচ্ছি। পরে ঘটনার বিস্তারিত জানা যাবে।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চার শিক্ষার্থী কক্সবাজারে বেড়াতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ।

তিনি আরও বলেন, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কক্সবাজারের পথে রওনা হয়েছে।