বগুড়ায় আন্তর্জাতিক কনভেনশন শীর্ষক ইতিহাস চর্চার বৈঠক  

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ১৭:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬ বার।

জাতীয় ও আন্তর্জাতিক গবেষকদের নিয়ে বগুড়ার ইতিহাস বিষয়ক দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনভেনশন সামনে রেখে ইতিহাস চর্চা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। 

গত শনিবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কনভেনশন আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ডা. মতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে সঞ্চালনা করেন ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার। 

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্ট্যাডিজ (আইবিএস) এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) যৌথ সহযোগিতায় একটি আন্তর্জাতিক কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. মুশিহুর রহমান, আনোয়ারুল করিম দুলাল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহম্মেদ আবদুল্লাহ, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি একেএম রাজিউল্লাহ, ব্যাংকার মাসুদ মবিন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের সহ সভাপতি রেজাউল হাসান রানু, জিয়াউর রহমান চপল, যুগ্ম সম্পাদক আর্কিটেক্ট কাজি হাশিম মাহমুদ, নবীন গবেষক ইসরাফিল হোসাইন, ইনামুল হক রঞ্জু, শাহানা ইউসুফ রুশি, মুহাম্মদ মোমিনুল ইসলাম প্রমুখ।