বগুড়ায় ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ১৭:৪৭ ।
বগুড়ার খবর
বগুড়ার শিবগঞ্জে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম রবিউল ইসলাম ডপিন (৩০)।
সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার দাড়িদহ বাজার এলাকা থেকে তাকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। তিনি ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামের আমজাদ উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ব্রোজেন মাহাতো জানান, রবিউল ইসলাম নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন